শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী বুধবার (১ মার্চ) চাকরি মেলা (জব ফেস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে।বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক সংগঠন 'সাস্ট ক্যারিয়ার ক্লাব' চতুর্থবারের মত দিনব্যাপী এ মেলার আয়োজন করছে।রবিবার দুপুরে শাবি প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি ওয়ালিউল ইসলাম সায়র।
 

এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও স্নাতকদের অনুপ্রাণিত করতে আগামী বুধবার (১ মার্চ) শাবি ক্যাম্পাসে চতুর্থবারের মত চাকরি মেলা আয়োজন করা হয়েছে। এখানে স্নাতকদের জন্য 'অন ক্যাম্পাস জবের' সুবিধা থাকছে।


এ দিন মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এতে দেশের ২৮টি বহুমুখী ও প্রতিথযশা কোম্পানির ৩০০টি পদে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। চাকরি প্রার্থীদের ব্যক্তিগত জীবনবৃত্তান্তের আলোকে বিভিন্ন পদে নিয়োগ দেবে বেসরকারী ওই প্রতিষ্ঠানগুলো।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক তাহমিদ ইসরাক অপূর্ব, সহ-সভাপতি নাদিয়া আফরিন তন্দ্রা, মাহদী মোস্তফা ভূঞা, সহ-সাধারণ সম্পাদক রোবায়েত আহমেদ চৌধুরী ও শাবরিনা আফরোজ মিতু প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/নোমান/পল্লব-১৬