সিলেটে শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় বরণ করা হলো স্বাধীনতার মাস মার্চকে। স্বাধীনতার মাসকে স্বাগত জানিয়ে সিলেটের জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। বুধবার (১ মার্চ) সকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন,বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক মো.মজিবর রহমান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপিত শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী মীলীগের সভাপতি মাসুক উদি্দন আহমদ, জেলা পিরষদ এর চেয়ারম্যান এডেভােকট নািসর উদ্দিন খান, মহানগর আওয়ামী মীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবতি জুয়েল, সিনিয়র সাংবাদিক আল আজাদ, এছাড়া মুক্তিযোদ্ধা আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা স্কুলের ছাত্রছাত্রী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/শাহীন/ইআ-০১