“ভোটার হবো নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায়ও পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।
বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগমের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং।
এসময় উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামাল, আইসিটি কর্মকর্তা নাঈম হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নিসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
সিলেটভিউ২৪ডটকম/জলিল/এসডি-২৬