নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতার স্বার্থে নির্বাচন কমিশন গঠন নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার (২ মার্চ) ঐতিহাসিক রায়ে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারের নিয়োগে দেশটির প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও লোকসভার বিরোধী দলের নেতা অংশ নেবেন।
তিনজনের এই প্যানেলের অনুমোদনের ভিত্তিতে রাষ্ট্রপতি নতুন কমিশনার নিযুক্ত করবেন। এ রায়ের মধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগে ভারত সরকারের দীর্ঘদিনের একচ্ছত্র ক্ষমতা চর্চার অবসান ঘটলো।
নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছতার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশটির সুপ্রিম কোর্ট জানান, স্বচ্ছ নির্বাচন না হলে গণতন্ত্র ভেঙে পড়তে পারে। আর এটা নিশ্চিত করতেই প্যানেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে দেশটির রাষ্ট্রপতি সরকারের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশনার নিযুক্ত করেন। বিরোধীদের অভিযোগ, সরকার তার অনুগত ও ঘনিষ্ঠ আমলাদেরই এই পদে নিয়োগ দিয়ে থাকেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-১৮