সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধের তদারকির জন্য পানি মন্ত্রণালয়ে উপ-সচিব ও সিনিয়র সহকারী সচিবদের নিয়ে ৯ সদস্য বিশিষ্ট্য ৩ টি কমিটি গঠন করা হয়েছে। তারা সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধের উপর সার্বক্ষণিক নজর দারি রাখছেন। 

শনিবার (৩ মার্চ) সকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরের বাঁধ পরিদর্শন শেষে এ তথ্য জানান পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। 


এসময় তিনি বলেন- সুনামগঞ্জের হাওরের বোরো ফসল ঘরে তুলতে পারে সেই জন্য হাওর এলাকায় ফসল রক্ষা করার জন্য বাঁধ নির্মাণ করা হয়। এই বছরও ১ হাজার ৭৮ টি পিআইসির মাধ্যমে হাওর এলাকায় বাঁধ নির্মাণ করা হচ্ছে।  আশা করছি ৭ মার্চের মধ্যে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ হয়ে যাবে। 

সচিব নাজমুল আহসান আরও বলেন, বাঁধের কাজে কেউ যদি কোনো অনিয়ম কিংবা দূর্নীতি করে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। হাওরাঞ্চল দেশের অন্যতম খাদ্য উৎপাদনশীল এলাকা।  হাওর থেকে প্রতিবছর বিপুল পরিমাণ ধান উৎপন্ন হয়। তাই সরকার হাওরের বোরো ফসল জেন কৃষকরা ভালো করে কেটে ঘরে তুলতে পারেন  সরকার সে ধরনের ব্যবস্থা আগেই নিয়েছে।

বাঁধ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, বিশ্বম্ভরপুর উপজেলার নির্বাহী প্রকৌশল সাদিউর রাহিম জাদিদ এবং সিলেট ও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

এদিকে, করচার হাওর ছাড়াও বিশ্বম্ভপুর তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার বেশ কয়েকটি হাওরের ফসল রক্ষা বাধ পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম