সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার করম উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও করম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার, বৃত্তি বিতরণ সম্পন্ন হয়েছে।
শনিবার (৪ঠা মার্চ) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করম উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সমাজসেবী আতিকুর রহমান মিটু, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, ইউপি সদস্য আবুল কালাম, প্রবাসী রুহুল আমিন প্রমুখ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুমিত্রা রাণী দাসের পরিচালনায় আরো বক্তব্য রাখেন- করম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মতিন।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরণের পাশাপাশি এ, আলী-মায়ারুন্নেছা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/এসডি-২২