আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহ ব্যাপী ভর্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠান রবিবার সকালে সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ’র সভাপতিত্বে ভর্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর ম্যানেজিং ট্রাস্টি ও শিক্ষানুরাগী ড. আহমদ আল ওয়ালী।
অনুষ্ঠানে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব বিজনেস এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজের ডীন প্রফেসর ড. তোফয়েল আহমদ, পরীক্ষা নিয়ন্ত্রক ডা. এস. এম ফরিদুল ইসলাম লতিফী, ইউনিভার্সিটির প্রক্টর ও সহযোগী অধ্যাপক আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, ছাত্র বিষয়ক উপদেষ্টা মাজেদ আহমেদ চঞ্চল, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান সহযোগী অধ্যাপক মো. আব্দুল আউয়াল আনসারী, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ডিপার্টমেন্টের প্রধান সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল আলম মিয়া, ইংলিশ ডিপার্টমেন্টের প্রধান সহকারী অধ্যাপক নুসরাত রিকজা, এপ্লাইড হেলথ্ এন্ড নিউট্রিশন ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক খান মোহাম্মদ আজিমুস শফিক, আরটিএম এর সিলেট অঞ্চলের হেড অব অপারেশনস মোহাম্মদ হোসাইন চৌধুরী, ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টের প্রধান মুশিবা খানম (সমো) সহ সকল ফ্যাকল্টি ও কর্মকর্তাবৃন্দ ছাড়্াও স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিকের পরিচালক (শিক্ষা) অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার, মিডিয়া ব্যক্তিত্ব মঈন উদ্দিন মঞ্জুসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শুরুতেই আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপি ভর্তি মেলা ফিতা কেটে উদ্বোধনী করেন প্রধান অতিথি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর ম্যানেজিং ট্রাস্টি ও শিক্ষানুরাগী ড. আহমদ আল ওয়ালী ও ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ।
প্রধান অতিথি ড. আহমদ আল ওয়ালী সমকালীন বিশ্ব অর্থনীতির সাথে বাংলাদেশের অর্থনীতির তুলনা করে বলেন, অর্থনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির এর উদ্যোগ ও ঐকান্তিক প্রচেষ্টায় বেকারত্ব দূরীকরণ ও সাবলম্বী জনশক্তি হিসেবে শিক্ষার্থীদেরকে গড়ে তোলার লক্ষ্যে এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে।
তিনি ইউনিভার্সিটি কার্যক্রম পরিদর্শনে অভিভাবক, সাংবাদিক ও সুধী সমাজের প্রতি আহবান জানান।
সভাপতির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ বলেন, সুশিক্ষা অর্জনের লক্ষ্যে শিক্ষার্থীদের ভাল ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে হবে। শিক্ষা প্রতিটি মানুষের জীবনে অমূল্য সম্পদ। সেই সম্পদ অর্জন করতে শিক্ষা জীবনে প্রচুর পরিশ্রমের মাধ্যমে নিজ নিজ গন্তব্যে পৌছতে হবে। তিনি মেলায় আগত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও মিডিয়া কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করে নতুন ধারার এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সকলের সর্বাত্বক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, সিলেটের সামগ্রিক অবস্থা বিবেচনায় এডমিশন ফেয়ার উপলক্ষে স্পট এডমিশনে ৫০% ওয়েভার সহ শর্তসাপেক্ষে শতভাগ স্কলারশিপেরও ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও দরিদ্র, মেধাবী ও মুক্তিযোদ্ধা সন্তানদের ভর্তি ফিতে শতভাগ ওয়েভার ও স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। শিক্ষা মন্ত্রনালয় তথা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন- ইউজিসি’র নির্দেশনা শতভাগ প্রতিপালনক্রমে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ইইই, সিএসই, বিবিএ, ইংলিশ, ফ্যাশন ডিজাইন, এমবিএ, ইএমবিএ, এমপিএইচ ও এম.এড প্রোগ্রামে শিক্ষাদান কার্যক্রম চালু আছে। সম্প্রতি এই ইউনিভার্সিটিতে এম.এড প্রোগ্রাম চালু হয়েছে এবং স্প্রিং ২০২৩ সেশনে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।
আধুনিক ও সমকালীন পাঠ্যক্রম ও প্রযুক্তি নির্ভর মানসম্মত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিশ্ব ব্যাপৃত নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পেশাজীবি তৈরির দৃঢ় প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত ও পরিচালিত এই ব্যতিক্রমী ইউনিভার্সিটির ৪র্থ ভর্তি মেলার উদ্বোধনী হয়েছে। আগামী ১১ মার্চ পর্যন্ত ভর্তি মেলা চলবে।
ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ট্রেজারার মেলা পরিদর্শনে আগত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুধী সমাজকে অভিনন্দন জানিয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৭