সুনামগঞ্জের দোয়ারাবাজারে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন মো. আরিফ মোর্শেদ মিশু।
 

রবিবার (৫ মার্চ) যোগদান করেন তিনি। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন সহকারী কমিশনার( ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সালেহীন খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার তুষার কান্তি বর্মন, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, সহকারী শিক্ষা অফিসার অনুকূল কুমার দাস, দীন মোহাম্মদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেলিম হায়দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আম্বিয়া আহমেদ, উপজেলা বিআরডিবি প্রকল্প কর্মকর্তা শাহিনুর রহমান প্রমুখ।
 


উল্লেখ্য, সম্প্রতি দোয়ারাবাজারের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় একই পদে বদলি হন।
 


সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-০৯