ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের চর কাকুরিয়া গ্রামের ওবায়েদ উল্লাহর ছেলে পারভেজ আহমেদ হত্যা মামলার প্রধান আসামি মো. শহীদ মিয়াকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-৯। গতকাল রোববার বিকালে র্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।
কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার শিমুলকান্দি ইউনিয়নের শিমুলকান্দি গরুর হাট এলাকা থেকে শহীদ মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো. শহীদ মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন লুন্দিয়া গ্রামের মো. ফজু মিয়ার ছেলে।
র্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-৯ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি রাত ২ টায় সংঘবদ্ধ একদল চোর ব্রাহ্মণবাড়িয়ার চরকাকুরিয়া গ্রামের ওবায়েদ উল্লাহর ছেলে হুমায়ুন মিয়ার গোয়ালঘর থেকে দুটি গরু চুরি করে নেওয়ার সময় গরুর মালিক হুমায়ুনের ছোট ভাই পারভেজ আহমেদকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে