ক্লোজআপ তারকা নিশিতা বড়ুয়া। নিয়মিত গান করে যাচ্ছেন। এদিকে শোবিজে কান পাতলেই শোনা যাচ্ছে তার সংসার ভাঙার গুঞ্জন। গত ২০২১ সালে দীপংকর বড়ুয়া নামে এক ব্যাংকারকে বিয়ে করেন তিনি। তাদের দু’জনেরই গ্রামের বাড়ি চট্টগ্রামে। পারিবারিকভাবে সে বছরের ২৪ ফেব্রুয়ারি হয়েছিল বিয়ে।
শোনা যাচ্ছে, বিয়ের কয়েক মাস পর থেকেই স্বামীর সঙ্গে মনোমালিন্য চলছে নিশিতার। গায়িকার ঘনিষ্ট একাধিক সূত্র জানিয়েছে এ তথ্য। তাদের বিচ্ছেদ হয়েছে বলেও দাবি করেন অনেকে।
তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিলেন নিশিতা। তিনি বলেন, ‘ভিত্তিহীন ও মিথ্যে খবর। আমরা একসঙ্গেই আছি। আমাদের ভালো চায় না যারা তারা এসব ছড়াচ্ছে।’
তিনি আরও বলেন, ‘লোকে তো এখন সব ফেসবুকে দেখতে চায়। হয়তো সেখানে আমরা একসঙ্গে ফেসবুকে ছবি প্রকাশ করছি না বলে তারা ভেবে নিয়েছে একসঙ্গে নেই। আমি ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে খুব একটা ইচ্ছুক না। আমার স্বামীও ব্যক্তিজীবনটাকে আড়ালে রাখতে পছন্দ করে। এই সুযোগেই হয়তো এসব গুঞ্জন ছড়াচ্ছে।’
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৩
সূত্র : জাগোনিউজ