একটা সময় দাপিয়ে অভিনয় করেছেন বিদ্যা বালান। মাঝে ছিলেন বিরতিতে। এরপর নিজস্ব ছক ভেঙে আবারো ফেরেন পর্দায়। তাতেও খুব একটা সায় পাননি এ বলিউড অভিনেত্রী। অকপটে স্বীকার করেছেন, ছক ভেঙেছেন বলে সেভাবে কেউ পাত্তা দেয়নি। কিন্তু তিনি নিজের কাজ করে গেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদ্যা জানিয়েছেন, অভিনয় জীবনে অনেক ভাল ভাল কাজ করেছেন। কিন্তু তিনি তথাকথিত ‘নায়িকা’র জুতায় পা গলাতে পারেননি। তবে এতেই খুশি তিনি।
তিনি বলেন, ফিল্ম ইন্ড্রাস্টি সবসময়ই একজন অভিনেতাকে একটি নির্দিষ্ট ছকে বাঁধার চেষ্টা করে, যে বন্ধনের মধ্যে তিনি কোনোদিনই পড়তে চাননি।‘তথাকথিত নায়িকার চরিত্রে খাপ খাওয়াতে পারিনি’
‘আমার মনে হয়, একটা নির্দিষ্ট ধরনের নায়িকা হওয়ার অনেক চাপ থাকে, যেটা আমি নিতে রাজি হইনি। অনেকেই আমাকে ক্রমাগত একটি টাইপ চরিত্রে দেখার চেষ্টা করছিল। কিন্তু আমি তথাকথিত নায়িকার চরিত্রে নিজেকে খাপ খাওয়াতে পারিনি।’ -বলেন বিদ্যা বালান।
পরিণীতার পর অনেকেই বিদ্যাকে বলেছিলেন, বলিপাড়ায় প্রথম ছবিতেই বিবাহিত মহিলার চরিত্র। এরপর কেউ কি নায়িকা হিসেবেই তাকে নেবে! যদিও কিসমত কানেকশন, কাহানি, হামারি আধুরি কাহানির মত অসংখ্য ছবি করেই সেই জবাব দিয়েছেন বিদ্যা।
বিদ্যা জানান, বলিউডে পুরুষকেন্দ্রিক সিনেমার চল বেশি। সেখানে মহিলাকেন্দ্রিক সিনেমাকে নিয়ে কম ভাবা হয়। এখন অনেক কাজ হচ্ছে ইন্ডাস্ট্রিতে। তাছাড়া এখন হিরো বা হিরোইন নয়, মানুষ ভালো গল্প খোঁজেন। বিদ্যাও তার অভিনয় জীবনে ক্রমাগত সেই ভালো গল্প খুঁজে চলেছেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-১