সারাক্ষণ আলোচনায় থাকা যার অভ্যাস তিনি উরফি জাভেদ। বিচিত্র ফ্যাশন, স্টাইল এবং লুকের জন্য নেটপাড়ায় সবসময় ট্রেন্ডিং-এ থাকেন আবার সমালোচনার মুখেও পড়েন। তবে এবার তিনি নেটাগরিকদের মন জয়ে করে নিয়েছেন।

 


নতুন একটি গাড়ি কিনেছেন উরফি। তবে নিজের জন্য নয়, তার টিমের জন্য। তিনি শুটিং স্পটে নিজের গাড়িতে গেলেও তার টিমের সবাইকে যেতে হয় পাবলিক গাড়িতে। তাদের সেই দুর্ভোগ কমাতে এবার তাদের জন্য গাড়ি কিনলেন উরফি।

উরফি জানান, এটি তার দ্বিতীয় গাড়ি। নিজের গাড়ি থাকলেও এটি আসলে তার টিমের জন্য। উরফি বিভিন্ন লোকেশনে নিজের গাড়িতে শুটিং স্পটে গেলেও তার হেয়ার স্টাইলিস্ট, মেকআপ আর্টিস্ট, ম্যানেজারদের পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতে হত।

নতুন এই বড় গাড়িটিতে এবার তার টিমের সবাই একসঙ্গে যেতে পারবে বলে খুশি উরফি নিজেও। জিপ কম্পাস গাড়িটির দাম প্রায় ২২ লক্ষ টাকা।

গাড়ি কেনার আনন্দ তিনি শোরুমেই কেক কেটে সেলিব্রেট করেন সকলের সঙ্গে। ভিডিও পোস্টের পর থেকেই শুভেচ্ছা বার্তায় ভেসে যায় তার পোস্টের কমেন্ট বক্স।

 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০৭


সূত্র : দেশ রুপান্তর