নবীগঞ্জ উপজেলার দিনারপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক নূর মোহাম্মদ ও কাওছার আহমেদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, বীর মুক্তিযোদ্ধা মুর্শেদ ইউ জামান, সাংবাদিক এম. এ মুহিত, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জাহেদ আহমেদ, মুহিবুর রহমান রুকুত, ইউপি সদস্য লুৎফুর রহমান প্রমুখ। শিক্ষকদের মাঝে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কৃপেশ চক্রবর্তী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন তালুকদার। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-১৭