কনজেনিটাল হার্ট রোগে আক্রান্ত মর্তুজার চিকিৎসায় ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্নোত্থান'।
মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের প্রচার সম্পাদক আবু রায়হান।
তিনি জানান, স্বপ্নোত্থান সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সবসময় কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় কনজেনিটাল হার্ট রোগে আক্রান্ত ১৭ বছর বয়সী মর্তুজা আহমেদের চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য বসন্তবরণ উৎসব আয়োজন করে। এ থেকে প্রাপ্ত অর্থ মর্তুজার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
স্বপ্নোত্থানের সাধারণ সম্পাদক মাইবম দর্পণ সিংহ বলেন, 'স্বপ্নোত্থান সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বদ্ধ পরিকর। অর্থের অভাবে একটি প্রাণও যেন অকালে ঝরে না যায় তা নিয়ে আমরা কাজ করছি। তাই মর্তুজা আহমেদের সুস্থতা লাভের পথ সহজ করতে আমরা বসন্ত উৎসবের আয়োজন করেছিলাম। এ থেকে অর্জিত লভ্যাংশ মর্তুজার পরিবারের কাছে তুলে দেওয়া হয়।
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারী দিনব্যাপী ক্যাম্পাসে পিঠা উৎসবের আয়োজন করে স্বপ্নোত্থান। এ উৎসবে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের উদ্যোক্তাদের পিঠার স্টল, ফুচকা স্টল, ফুলের স্টল, আইসক্রিম স্টল, গেইমিং জোন, ফটো বুথ ইত্যাদি ছিল।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/নাজাত-০৬