ছবি : নূরুল ইসলাম

সিলেটে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালন করা হচ্ছে পবিত্র শবে বরাত। প্রতিটি মসজিদে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি পৃথিবী ছেড়ে যাওয়া স্বজনদের আত্তার মাগফিরাতে বিশেষ মোনাজাত করা হয়।

 


অপরদিকে সিলেটের কবরস্থানে দিনভর ছিল মানুষের ভিড়। স্বজনদের কবর জিয়ারত, তাদের আত্নার মগফেরাত কামনা করতে কবরস্থানে ছুটে আসেন অনেকে।

শবে বরাত উপলক্ষে মহানগরীর সর্ববৃহৎ কবরস্থান মানিকপির টিলায় বিকেল থেকেই আসতে শুরু করেন মানুষ। তবে সন্ধ্যার পর বাড়তে থাকে ভিড়।

অনেকেই স্বজনের কবরের পাশে দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত করেন। কেউবা অঝোরে কাঁদেন, কেউ দুই হাত তুলে কবরস্থানে চিরনিদ্রায় শুয়ে থাকা প্রিয় মানুষটির জন্য আল্লাহর কাছে দোয়া করেন।

জিয়ারত শেষে অনেকেই কবরস্থানের সামনে বসে থাকা ভিক্ষুকদেরকে সাহায্য করছেন।

 

কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, শবে বরাত একটি মহিমান্বিত রাত। এ রাতে দোয়া কবুল হয়। তাই তাদের মারা যাওয়া মা-বাবাসহ স্বজনদের কবরের পাশে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাত করছেন তারা।

অনেকে কুরআন তেলাওয়াত, গরিবদের দান এবং খাবার বিতরণও করছেন। মৃত স্বজনরা যাতে কবরের আজাব থেকে মুক্তি পান সেই দোয়াই করছেন তারা।

 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত-১৩