বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ব্যাংকে বিনা অভিজ্ঞতায় প্রবেশনারি অফিসার পদে জনবল নেওয়া হবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
 

আবেদনের যোগ্যতা:
প্রবেশনারি অফিসার পদে আবেদনের জন্য সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২২ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। এসএসসি ও এইচএসসিতে কমপক্ষে জিপিএ–৪.০০ থাকতে হবে (জিপিএ–৫.০০–এর স্কেলে)। স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ–৪.০০–এর স্কেলে কমপক্ষে সিজিপিএ–৩.০০ থাকতে হবে।


বেতন:
এ পদের প্রবেশন সময় এক বছর। এ সময় প্রতি মাসে প্রার্থী বেতন পাবেন ৪৮ হাজার ৪০০ টাকা। সফলভাবে ১ বছরের প্রবেশন শেষে অফিসার পদে পদোন্নতি পাবেন এবং বেতন হবে ৫৯ হাজার ৫০০ টাকা।

আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। সেখানে আবেদনের বিষয়ে বিস্তারিত দেওয়া আছে। পূরণ করা আবেদনপত্রে ৩০ মার্চ পর্যন্ত জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা। নিয়োগ পেলে কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো স্থানে।
 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-১৬