শক্তিশালী কালবৈশাখী ঝড় হতে পারে সিলেট অঞ্চলে। সঙ্গে থাকতে পারে বজ্রপাত। আছে শিলাবৃষ্টির শঙ্কাও। আগামী ১৫ থেকে ১৯ মার্চের মধ্যে এই কালবৈশাখী হতে পারে।
এমন তথ্য দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।
তিনি জানান, কালবৈশাখী ঝড়ের তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের জেলাগুলোর ওপর। সবচেয়ে বেশি বজ্রপাতের ঝুঁকি রয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের সব জেলায়, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া ও রাজশাহী বিভাগের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
মোস্তফা কামাল পলাশ আরও জানান, সিলেট, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের অনেক জেলায় ৩০ থেকে ৭০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
এই গবেষক আরও জানান, ১৭ ও ১৮ মার্চ সবচেয়ে বেশি ঝড় হতে পারে।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে