‘লালাবাজার ইউনিয়ন কাপ যুব ফুটবল টুর্নামেন্ট-২০২৩’র তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) অনুষ্ঠিত এ খেলায় মোক্তাদির ফাইটার্স জালালপুরকে ট্রাইবেকারে ৬-৫ গোলে হারিয়েছে লালাবাজার ৭ নং ওয়ার্ড ফুটবল টিম।
প্রত্যেক দিনই দর্শকদের টান টান উত্তেজনাপূর্ণ খেলা উপহার দিচ্ছে টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি টিম। এছাড়া প্রতিদিনের খেলার উদ্বোধনী ও ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন টুর্নামেন্টের আয়োজকরা।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ‘লালাবাজার ইউনিয়ন কাপ যুব ফুটবল টুর্নামেন্ট-২০২৩’-এর পর্দা উঠে। লালাবাজার ইউপি কার্যালয় সংলগ্ন মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
খেলা পরিচালনা করছেন আক্কাস উদ্দিন আক্কাই। সহকারী হিসেবে আছেন কাওছার আহমদ ও গিয়াস উদ্দিন।
লালাবাজার ইউনিয়ন যুবসমাজের উদ্যোগে আয়োজিত ‘লালাবাজার ইউনিয়ন কাপ যুব ফুটবল টুর্নামেন্ট-২০২৩’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী আগামী ১৭ মার্চ অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডালিম/নাজাত