ঐতিহ্যবাহী বরইকান্দি কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আগামী সিসিক নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে মেয়র পদে মনোনীয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরী। শুক্রবার (১০ মার্চ) ঐ মসজিদে পবিত্র জুম’আর নামাজ আদায় করেন আনোয়ারুজ্জামান চৌধুরী।
নামাজ শেষে কুশল বিনিমিয় করে আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের হয়ে মেয়র পদে নির্বাচন করতে চান তিনি। সে জন্য মুসল্লিদের কাছে দোয়া ও সহযোগিতা চান। পাশাপাশি সিলেটকে একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে সকলের পাশে থেকে কাজ করে যাবেন বলে প্রতিশ্রতি ব্যক্ত করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি, ঐতিহ্যবাহী বরইকান্দি কেন্দ্রীয় মসজিদের মোতওয়াল্লি ও বরইকান্দি শাহী ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল হক চৌধুরী, জেলা আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুল আলম, কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ৩নং তেলিখাল ইউনিয়নের চেয়ারম্যান কাজী আলফু মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা আহসান হাবীব জাবেদ, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক কাজী আফছর উদ্দিন, ২নং ওয়ার্ডের মেম্বার এহসানুল হক সানু, হাবিব হোসেন সাহেব সুযোগ্য বড় পুত্র রায়হান হোসেন, কাজী সাঈদ আহমদ, সোহেল আহমদ, কাশেম আহমদ, লায়েক আহমদ, আহমদ আলী, কাজী বায়জিদ আহমদ, হারী মিয়া, খছরু মিয়া, তইব আলী, সেলিম মিয়া প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-৫