মৌলভীবাজারে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। এতে আওয়ামী লীগসহ সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

দেশব্যাপি কর্মসুচির অংশ হিসেবে শনিবার দুপুরে মৌলভীবাজার শহরের শহীদ মিনার প্রাঙ্গনে জমায়েত হয় জেলা আওয়ামী লীগ নেতাকর্মিরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সেন্ট্রাল রোডে গিয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।


জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি এর সভাপতিত্বে ও সাধারণ  সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের সঞ্চালনায় বক্তব‍্য রাখেন, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ফজলুর রহমান, মৌলভীবাজার জজ কোর্টের পিপি ও জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, সাংগঠনিক সম্পাদক অজয় সেন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, জেলা তাতী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ লিয়াকত আলী, জেলা শ্রমিক লীগ সভাপতি আসাদ হোসেন মক্কু, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, যদি কেউ দেশের শান্তি পরিবেশ নষ্ট করতে চায় তবে আওয়ামী লীগের নেতৃত্বে রাজপথে তা মোকাবিলা করা হবে।

সিলেটভিউ২৪ডটকম/তমাল/ইআ-১১