সিলেটে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রতিপক্ষ আয়ারল্যান্ড। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৮ মার্চ।

এই সিরিজের জন্য সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


বিসিবি জানায়, পবিত্র রমজানের বিষয়টি মাথায় রেখে ওয়ানডে ম্যাচ শুরুর সময় পেছানো হয়েছে। আর টি-টোয়েন্টি ম্যাচের সময় কিছুটা এগিয়েছে।

একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আজ রোববার বাংলাদেশে আসছে আইরিশরা। ঢাকায় পৌঁছার পর সেখান থেকে সিলেটে আসবে তারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৮ মার্চ দুপুর ২টায় শুরু হবে প্রথম ওয়ানডে ম্যাচ। একই সময়ে ২০ মার্চ হবে দ্বিতীয় ওয়ানডেও। তবে ২৩ মার্চ শেষ ম্যাচ মাঠে গড়াবে দুপুর আড়াইটা থেকে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘তৃতীয় ওয়ানডেটা সম্ভবত রোজার মধ্যে পড়ে যাচ্ছে। এজন্য দর্শকদের কথা মাথায় রেখে এটা আড়াইটায় দেওয়া হয়েছে যাতে ইনিংস বিরতিতে ইফতার করা যায়।’

এদিকে, টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে। সেখানে তিন ম্যাচ হবে ২৭, ২৯ ও ৩১ মার্চ, শুরু হবে দুপুর দুইটা থেকে।

একমাত্র টেস্ট ম্যাচটি হবে ঢাকায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এদিকে, সিলেটে একটি প্রস্তুত ম্যাচ খেলার কথা রয়েছে আইরিশদের। ১৫ মার্চ এই ম্যাচের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি।

চাঁদ দেখার ওপর নির্ভর করছে কত তারিখ থেকে শুরু হবে রোজা। আগামী ২৩ অথবা ২৪ তারিখ থেকে রমজান মাস শুরুর সম্ভাবনা রয়েছে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলছেন, ‘রোজার জন্যই এবার সময়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। টি-টোয়েন্টিগুলো ২টায় শুরু হলে সাড়ে ৫টার মধ্যে শেষ হয়ে যাবে। ইফতারের আগেই শেষ হয়ে যাবে।’

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে