শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় দৈনিক দেশরূপান্তরের পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে শোভাযাত্রা পালন করা হয়েছে।
রবিবার দুপুরে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে মিলিত হয়।
পরবর্তীতে শাবি প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মাহবুবুল হাকিম, আইকিউএসির পরিচালক মো. মহসিন আজিজ খান, শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবদুল্লা আল মাসুদ, বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক ও শিক্ষার্থীরা।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-১১