শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘টেকসই সমুদ্র সম্পদ ব্যবস্থাপনা’ বিষয়ে ১২ দিনব্যাপি আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
রবিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
সমুদ্রবিজ্ঞান বিভাগ এবং যুক্তরাজ্যের সমুদ্র বিষয়ক সংস্থা পোগো এর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘পৃথিবী পৃষ্ঠের ৭০% জুড়ে রয়েছে মহাসাগর। মানুষের জীবন মূলত সামুদ্রিক বাস্তুতন্ত্রের উপর নির্ভরশীল। মহাসাগর ভিত্তিক অর্থনৈতিক কর্মকান্ডের বার্ষিক টার্নওভার ৩ থেকে ৬ ট্রিলিয়ন মার্কিন ডলার।’
উপাচার্য বলেন, ‘শুধুমাত্র মৎস্য খাতই বছরে প্রায় ১০০ বিলিয়ন ডলার অবদান রাখে এবং বিশ্ব অর্থনীতিতে প্রায় ২৬০ মিলিয়ন চাকরির সুযোগ করে দেয়। তাই জীবন ও জীবিকার জন্য সমুদ্র খুবই গুরুত্বপূর্ণ।’
২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী জনসংখ্যা কমপক্ষে ৯ বিলিয়ন হবে বলে বিশেষজ্ঞরা অনুমান করছে বলে জানান উপাচার্য।
তিনি আরও বলেন, ‘এই বিশাল জনসংখ্যার বেঁচে থাকার জন্য খাদ্য এবং চাকরির প্রয়োজন হবে। সমুদ্রের বাস্তুতন্ত্রের এই প্রয়োজনীয়তা পূরণ করার সম্ভাবনা রয়েছে। তবে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি সামুদ্রিক বাস্তুতন্ত্রের উপর চাপ সৃষ্টি করবে। এজন্য সামুদ্রিক সম্পদের সঠিক ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ।’
সমুদ্র বিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ড. সুব্রত সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম এবং স্কুল অফ ফিজিক্যাল সাইন্সেস্ অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক। এতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর মো. রাশেদ তালুকদার।
আয়োজকরা জানান, জাতিসংঘের সমুদ্র দশক (২০২১-২০৩০) প্রোগ্রাম ও ভারতের জাতীয় সমুদ্র তথ্যসেবা কেন্দ্রের সার্বিক সহযোগিতায় এবং জাপানভিত্তিক সংস্থা নিপ্পন ফাউন্ডেশনেরর আর্থিক অনুদানে ১২ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মসূচি চলবে। এতে দেশ এবং বিদেশের ২২ জন প্রশিক্ষণার্থী ও ৬জন প্রশিক্ষক অংশগ্রহণ করেছেন।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-১৩