সুনামগঞ্জের শান্তিগঞ্জে লোক গানে গানে পুষ্টি বিষয়ে জনসচেতনতার লক্ষে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
 

রবিবার (১২ মার্চ) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে ও জাতীয় পুষ্টি সেবা বিভাগের সহযোগিতায় শান্তিগঞ্জ বাজারস্থ এম এ মান্নান চত্বরে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
 


ক্যাম্পেইনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন শরিফীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- জাতীয় পুষ্টি বিভাগের ডা. রাফসান রেজা, স্যানেটারি পরিদর্শক শহিদুল্লাহ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভুষণ চক্রবর্তী প্রমুখ।
 

এসময় সচেতনতামূলক গান পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পী আলম দেওয়ান ও ঢাকা থেকে আগত গুণীশিল্পীরা। সচেতনতামূলক গান শুনতে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
 


সিলেটভিউ২৪ডটকম/সামিউল/এসডি-১৮