আগামী ১৭ই মার্চ বিশ্বজুড়ে উদযাপন হবে বিশ্ব নিদ্রা দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘সু-স্বাস্থ্যের জন্য পর্যাপ্ত ঘুম অপরিহার্য’।
এই দিবসটি সামনে রেখে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা এবং হেড-নেক সার্জারি বিভাগ সপ্তাহব্যাপী বিশেষ চিকিৎসাসেবা দেবে। নাক ডাকা, ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়াসহ সকল প্রকার স্লিপ এপনিয়াতে আক্রান্ত রোগীদের জন্য স্ক্রিনিং প্রোগ্রাম এবং স্লিপ সার্জারির আয়োজন করা হচ্ছে।
যারা ঘুমের মধ্যে নাক ডাকা, শ্বাস বন্ধ হয়ে ঘুম ভেঙ্গে যাওয়াসহ ঘুমজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা আগামীকাল সোমবার (১৪ই মার্চ) থেকে আগামী ২০শে মার্চ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে চিকিৎসাসেবা নিতে পারবেন।
এজন্য ওসমানী মেডিকেল হাসপাতালের আউটডোর বিল্ডিংয়ের ২০৯ নং কক্ষে আবাসিক সার্জনের সাথে অথবা হাসপাতালের ৪র্থ তলায় বিভাগীয় প্রধানের কক্ষে দায়িত্বরতদের সাথে যোগাযোগ করার জন্য বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মনি লাল আইচ এর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে