হবিগঞ্জের মাধবপুরে প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে নানা আয়োজনে পালিত হচ্ছে প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’।


শিক্ষা সপ্তাহ উপলক্ষে ৩দিনব্যাপি আয়োজনে শিক্ষক সমাবেশ ,বিতর্ক ও সংস্কৃতিবিষয়ক প্রতিযোগিতা, আলোচনা সভা, শিক্ষা মেলাসহ নানা কর্মসূচি হাতে উপজেলা শিক্ষা বিভাগ।

শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মওলা তার বক্তব্যে বলেন, ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে সরকার অঙ্গীকারবদ্ধ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আগামী দিনের সুনাগরিক গড়ে তুলতে শিশুদের শিক্ষার জন্য সর্বোচ্চ আন্তরিকতায় কাজ করে যাচ্ছে।সরকার সাম্প্রতিক সময়ে শিক্ষক নিয়োগ, অনলাইনে বদলি, শিক্ষার্থীদের ইউনিক আইডি, প্রাক-প্রাথমিক শিক্ষাকে দুই বছরে উন্নীতকরণ, নতুন পাঠ্যক্রম প্রণয়ন, প্রাথমিক বৃত্তি প্রদানসহ প্রাথমিক শিক্ষার গুণগতমান বৃদ্ধিকল্পে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়ন হলে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে নতুন প্রাণের সঞ্চার হবে।’
 

উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান।
 

সহকারী শিক্ষক মাহমুদুল হাসান রনি ও জাকিয়া মাহমুদের পরিচালনায় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন- শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান,প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ ,কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদ পারভেজ, জনস্বাস্থ্য কর্মকর্তা হুমায়ুন কবির, সহকারী শিক্ষা কর্মকর্তা দ্বিজেন আচার্য্য,রফিকুল নাজিম, প্রেসক্লাব সভাপতি মুহা. অলিদ মিয়া, সেক্রেটারি সাব্বির হাসান, সাংবাদিক আয়ুব খান, সানাউল হক চৌধুরী প্রমুখ।
 

১০৯টি বিদ্যালয়কে ল্যাপটপ প্রদান করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-২