সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১১ বছরের এক শিশু গণধর্ষণের শিকার হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা (কলোনি) গ্রামে ঘটনাটি ঘটে।
নির্যাতিতার পরিবার জানায়, গত শুক্রবার সন্ধ্যায় শিশুটি বাড়ির পাশে ফাঁকা রাস্তায় একাকী ঘুরছিল। এসময় একই গ্রামের আবুল কালামের ছেলে সজিব (২২) ও আব্দুল জলিলের ছেলে শরিফ (২০) শিশুটির মুখ চেপে ধরে স্থানীয় সীমান্তের জিরো পয়েন্টে অবস্থিত হকনগর শহিদ মিনার রেস্ট হাউজের পেছনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে নির্যাতিত শিশুটিকে উদ্ধার করে তার পরিবার।
নির্যাতিতার পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকে স্থানীয় মাতব্বরা বিষয়টি ধামাচাপা দিতে ভিকটিমের পরিবারকে আইনের আশ্রয় নিতে বাধা প্রদান করছেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, রবিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে পুলিশ হেফাজতে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতরা পলাতক রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-০৬