বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জের দিরাই পৌর সদরের ঐতিহ্যবাহী দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
 

সোমবার স্কুল মাঠ প্রাঙ্গণে পুরস্কার বিতরণ পুর্ব আলোচনায় সভাপতিত্ব করেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহমুদুর রহমান মামুন।


সহকারী শিক্ষক গোলাম মোস্তফা সরদার রুমি ও মো. নুরুল ইসলামের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর ইকবাল।
 

বিশেষ অতিথির বক্তব্য দেন- বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজিয়া বেগম, শৈলেন্দ্র চন্দ্র দাস, বর্তমান সহকারী প্রধান শিক্ষক লালবাঁশি দাস, দিরাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহমুদ হাসান অলেক, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদার প্রমুখ।

আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
 

শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ।
 


সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-১০