সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৮০০ গ্রাম গাঁজাসহ এক বৃদ্ধ ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত তাজ উদ্দিন (৫৫) গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল গ্রামের মৃত শাহ আলমের ছেলে।
গোয়াইনঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৩ মার্চ) গভীর রাতে গোয়াইনঘাট থানার এসআই মিহির চন্দ্র দাস, এ এসআই শহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল গ্রামে তাজ উদ্দিনের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে ৮০০ গ্রাম গাঁজাসহ তাজ উদ্দিনকে আটক করেন।
তাজ উদ্দিন বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় ২০১৮ সনের মাদক নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৯(ক) রুজু করা হয়।
এব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর সার্বিক দিক নির্দেশনায় মাদকদ্রব্য ও চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় এসআই মিহির চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাজ উদ্দিনকে গ্রেপ্তার করেন। আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ মতিন/ নাজাত