সিলেটে স্বামী পরিত্যাক্তা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ‘ধর্ষণ’র অভিযোগে এক যুবককে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। গত ১ মার্চ এ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে ওই নারীর অভিযোগ। ‘নির্যাতিতা’র পক্ষ থেকে মামলা দায়েরের পর গত রবিবার (১২ মার্চ) অভিযুক্ত যুবককে আটক করে পুলিশ এবং সোমবার (১৩ মার্চ) তাকে কারাগারে প্রেরণ করেন আদালত।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট মহানগরে বসবাসকারী স্বামী পরিত্যাক্তা এক নারীর সঙ্গে জিন্দাবাজার এলাকার ব্যবসায়ী ও জেলার বিশ্বনাথ উপজেলার একাভিম গহরপুর গ্রামের আব্দুল খালিকের ছেলে মাহবুবুর রহমান জনির (৩৬) প্রেমের সম্পর্ক গড়ে উঠে প্রায় ৫ মাস আগে। এরপর প্রেমের সম্পর্কের জেরে তারা সিলেটের বিভিন্ন স্থানে বেড়াতে যান। একপর্যায়ে গত ১ মার্চ এভাবে দুজন ঘুরতে বের হয়ে দুপুরের দিকে জনি মহানগরের সুবিদবাজারস্থ তার খালার বাসায় নিয়ে যান ওই নারীকে। পরে তাকে ওই বাসার একটি কক্ষে নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন।
তবে এ ঘটনার পর ওই নারী বিয়ের কথা বললে নানা টালবাহানা শুরু করেন জনি। পরে ১২ মার্চ সিলেট মহাগর পুলিশের এয়ারপোর্ট থানায় জনির বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন ওই নারী। ওইদিনই জনিকে আটক করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই বিদ্যুৎ দে সিলেটভিউ-কে বলেন- অভিযুক্তকে আটক করে সোমবার আদালতে প্রেরণের পর বিজ্ঞ বিচারক তাকে কারাগারে প্রেরণ করেছেন। প্রাথমিক তদন্তে ওই নারীকে ধর্ষণ করার প্রমাণ পাওয়া গেছে। এরপরও আরও সুষ্পষ্ট প্রমাণের জন্য ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা করানো হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম