হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক ট্রাকচালকের বসত ঘর। তবে সবকিছু পুড়লেও অক্ষত রয়ে গেছে পবিত্র কোরআন মাজিদ।

গত সোমবার দিবাগত গভীর রাত ৩টার দিকে ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম দেওরগাছ গ্রামের ট্রাক চালক মো. রুবেল মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


দেওরগাছ ইউনিয়নের ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, রাত তিনটার দিকে আগুন লাগলে ঘুমন্ত সবাই ঘর থেকে বের হতে সক্ষম হন। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আসবাবপত্র থেকে শুরু করে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে পবিত্র কোরআন মাজিদ অক্ষত অবস্থায় রয়েছে।

তিনি জানান, রুবেল মিয়ার প্রায় ৫-৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ৯৯৯ এ ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করা হয়। সেখান থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।  

চুনারুঘাট ফায়ার সার্ভিসের স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার বিজয় সিংহ জানান, খবর পেয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।

তিনি বলেন, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি।

সিলেটভিউ২৪ডটকম/জিলানী/আরআই-কে