‘নিরাপদ জ্বালানী, ভোক্তা বান্ধব পৃথিবী’ এই প্রতিপাদ্য নিয়ে মাধবপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 

বুধবার (১৫ মার্চ) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
 


মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আব্দুর সাত্তার বেগ, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, মাধবপুর থানার সেকেন্ড অফিসার রাজীব কুমার রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, রোকন উদ্দিন লস্কর, আলাউদ্দিন আল রনি, আইয়ুব খান, উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণসহ প্রমুখ।
 


সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-০১