‘নিরাপদ জ্বালানি ও ভোক্তা বান্ধব পৃথিবী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তাহিরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস অনুষ্টিত হয়েছে।
 

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও কনজুমার রাইটস উপজেলার শাখার যৌথ উদ্যোগে উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স হল রোমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 


তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- কনজুমার রাইটস বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমাজকর্মী আবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা, উপজেলা সমাজসেবা অফিসার তৌফিক আহমদ, সমবায় অফিসার আশিষ আচার্য্য, সিআরবির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ক্যাব সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান লাকসাম, তাহিরপুর সদর বাজার বণিক সমিতির সভাপতি আবিকুল ইসলাম প্রমুখ।
 


সিলেটভিউ২৪ডটকম/রাজ্জাক/এসডি-০৬