বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, যুব সমাজের অবক্ষয় রোধে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শরীরিক ও মানসিক বিকাশ ঘটে। লেখাপড়াকে অগ্রাধিকার দিয়ে খেলাধুলার প্রতি সকলের মনোযোগী হওয়া প্রয়োজন। খেলাধুলা একজন খেলোয়াড়কে শৃঙ্খলা রক্ষায় অভ্যস্থ করে তুলে। খেলার মাধ্যমে ভাল খেলোয়াড় তৈরি হলে তারা দেশে বিদেশে সুনাম বয়ে আনতে পারবে। দেশে দলীয়করণ, স্বজনপ্রীতি ও দূর্নিতী কমলে হয়তো খেলাধুলায় বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতো।
তিনি আরও বলেন, বর্তমানে দেশের এই ক্রান্তিলগ্নে যুব সমাজকেই অগ্রনি ভূমিকা পালন করতে হবে। তাই খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে একজন সুনাগরিক হিসাবে গড়ে তুলে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।
বুধবার ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের মুক্তারপুর ফুটবল প্রিমিয়ারলীগ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, দোলার বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, প্যানেল চেয়ারম্যান মজলু মিয়া ,ইউপি মেম্বার নিজাম উদ্দিন, এলাকায় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ইসলাম উদ্দিন, আবুল হোসেন, আব্দুল আলীম, আবদুল হাই, গোলাম বাকী, নোমান আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম /মাহবুব/ নাজাত