সুনামগঞ্জের দোয়ারাবাজারে এসএসসি পরীক্ষার্থীসহ মেধাবী দুই ভাইবোনের অকাল মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
 

বুধবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গভর্নিং বডির সভাপতি মো: আরিফ মোর্শেদ মিশুর সভাপতিত্বে সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু।
 


বিশেষ অতিথি ছিলেন- সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, সাবেক চেয়ারম্যান শাহজাহান মাস্টার, এস আই মিজান, গভর্নিং বডির সদস্য  তালেব আলী, ইকবাল হোসেন বুলু, আম্বর আলী, মোশারফ হোসেন ফরাজি, আলাউদ্দিন, আহসান উদ্দিন মেম্বার, জালাল উদ্দীন, আছমা বেগম, ইউনিয়ন আ.লীগ সভাপতি সফিকুল ইসলাম আর্মি আ.লীগ নেতা আব্দুল হাই বিলাত প্রমুখ।
 

উল্লেখ্য, ২০২২ সালের ১৫ জুন এসএসসি পরীক্ষার প্রবেশ পত্র সংগ্রহ করতে পথিমধ্যে বৈরী আবহাওয়ায় স্থানীয় গোজাউড়া হাওড়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে এসএসসি পরীক্ষার্থী তামান্না আক্তার (১৫) ও তার ছোট ভাই টিলাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সৌরভ হাসান (১১) মৃত্যুবরণ করে।
 

তাদের স্মরণে দোয়া ও স্মরণসভার এ আয়োজন করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-২১