(প্রতীকি ছবি)

সিলেট জেলার দুই উপজেলার ৮টি ইউনিয়নে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটলে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে টানা ভোগ্রহণ। এ উপলক্ষে বুধবার (১৫ মার্চ) বিকালের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়।

সিলেটে নির্বাচন হওয়া ইউনিয়নগুলো হচ্ছে- সিলেট সদর উপজেলার খাদিমনগর, খাদিমপাড়া ও টুকেরবাজার এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ সদর, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন।


এদিকে, উচ্চ আদালতের নির্দেশে সিলেট সদরের খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে এ ওয়ার্ডে চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোটগ্রহণ হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট সদর উপজেলার ৩টি ইউনিয়নে মোট ১৩জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে খাদিমনগরে ২জন, খাদিমপাড়ায় ৮ ও টুকেরবাজারে ৩ জন। 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম