হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভার আজিমনগর মুন্সিহাটীর বাসিন্দা জালাল উদ্দিনের পুত্র আরেফিন বিল্লাহ শিশির (৩১)। 

চার ভাই-বোনের মধ্যে দ্বিতীয় শিশির পরিবারের বড় ছেলে। মাধ্যমিক শেষ করে উচ্চ মাধ্যমিকে ভর্তি হন সিলেটের মদনমোহন কলেজে। স্নাতক শেষ করে নিম্নমধ্যবিত্ত সংসারের সচ্চলতা ফেরাতে ঢাকার নারায়ণগঞ্জে একটি প্রতিষ্টানে চাকুরী করেন তিন বছর। এরপর সিলেটের একটি বেসরকারি কোম্পানিতে চাকুরী নেন শিশির। ইতিমধ্যে নিজের বড় বোনের বিয়েও দেন। পরিবারের সচ্চলতা ফেরানো মাত্র শুরু করছিলেন শিশির। 


বুধবার (১৫ মার্চ) রাত বারটায়  নিজের অফিসের এক সিনিয়র সহকর্মীকে সাথে নিয়ে কাজ শেষে মোটরসাইকেল যোগে ফিরছিলেন বাসায়। ফেরার পথে সিলেটের সদর উপজেলার জালালাবাদের  জাঙ্গাইল নামক স্থানে মোটরসাইকেলটি সড়কের ভাঙ্গা খাঁদে পড়ে ঘঠনাস্থলেই নিহত হন শিশির।

নিহত শিশিরের ভাগনে প্রত্যয় জানান- সিলেটের একটি হিমায়িত খাবার রপ্তানি কোম্পানির অফিসে  চাকুরী করতেন শিশির। বুধবার রাতে নিজের অফিসের এক সিনিয়র সহকর্মীকে নিয়ে মোটরসাইকেল যোগে কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি। পথিমধ্যে জালাবাদের জাঙ্গাইল নামক স্থানে মোটরসাইকেলটি সড়কের ভাঙ্গা খাঁদে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন শিশির একই সাথে গুরুতর আহত হন শিশিরের সহকর্মীও। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশিরকে মৃত ঘোষণা করেন।  শিশিরের সহকর্মীকে ভর্তি করা হয় আইসিউতে। 

শিশিরের আরেক প্রতিবেশী আরিফ জানান,খুবই শান্ত স্বভাবের শিশির পরিবারের বড় সন্তান। পরিবারের সচ্ছলতা ফেরাতে কঠোর পরিশ্রম করছিলেন বেশ কবছর ধরে। সবে মাত্র সচ্চলতা ফিরতে শুরু করেছিল তাদের সংসারে। হঠাৎ এই মর্মান্তিক মৃত্যুতে পরিবারটির অপূরনীয় ক্ষতি হয়ে গেল। 

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুক আলী বলেন, বিষয়টি জানতে পেরেছি।

এদিকে শিশিরের মৃত্যুর খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


সিলেটভিউ২৪ডটকম / মিলাদ / ডি.আর