সিলেটের এমসি কলেজের (মুরারিচাঁদ) বড়বাড়ি খ্যাত রসায়ন বিভাগের ক্ষুদে রসায়ন বিদদের নিয়ে গঠিত হল ২০২২-২৩ শিক্ষাবর্ষের কেমিস্ট্রি ক্লাবের নতুন কমিটি।
সোমবার সন্ধ্যা ৭টায় একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
সম্মান ৪র্থ বর্ষের শিক্ষার্থী সৈকত ভট্টাচার্য্য সজীবকে সভাপতি এবং ৩য় বর্ষের শিক্ষার্থী শেখ রাসেলকে সাধারণ সম্পাদক করে ৫৩ সদস্য বিশিষ্ট ১ বছরের জন্য ২০২২-২৩ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
কমিটিতে প্রধান উপদেষ্টা রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ইসলাম উদ্দিন এবং রসায়ন বিভাগের অন্যান্য শিক্ষকদের উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়।
ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রতিনিধিদের দিক নির্দেশনায় মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী জুবেল আহমদ, গোলাম কিবরিয়া, আহবাব নাঈম, রাহুল কিশোর দাস ও মাহফুজ আল হাসান কে নিয়ে ৫ সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সহ-সভাপতি তানভীর মাহফুজ তানিম, বিপ্রজিত কর জয়, যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা জাহিন প্রিমা, অনিক চন্দ, প্লাবন দে সাংগঠনিক সম্পাদক সৌরভ দাস, নাসের এম শিশির, ঋতুপর্ণা চন্দ,দুর্জয় ধর রবিন,উত্তম কুমার ঘোষ, অর্থ সম্পাদক তানভীর হাসান তারেক, সহ-অর্থ সম্পাদক ফারহা মাহমুদ, সূন্নাহ তালুকদার, মাজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক প্রসেনজিৎ দেব রুদ্র, সহ-দপ্তর সম্পাদক প্রমিতি প্রভা , কেয়া রানী সরকার, তোফায়েল অন্তর, শিমুল চন্দ প্রচার সম্পাদক তানভীর আহমেদ, সহ-প্রচার সম্পাদক অভীক চক্রবর্তী ,ইমরাত জাহান ইমা, শারমিন আক্তার লিপি,ফাহিম মুনতাসীর সীমান্ত, সাংস্কৃতিক সম্পাদক লোপা রায় চৌধুরী, সহ-সাংস্কৃতিক সম্পাদক অমৃতা দাস, রিসান বিশ্বাস, স্নিগ্ধা দাস, স্বর্ণা দাস, ক্রীড়া সম্পাদক মো: সাকের আহমেদ, সহ ক্রীড়া সম্পাদক ইয়াসিন আরাফাত নিবিড়, জিশু তালুকদার, শেখ মো: ফারহান উদ্দিন জোবায়ের, ফাল্গুনি তালুকদার পূজা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তন্বী রানী দাস, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আতিকুর রহমান রিফাত, লিনা আক্তার লাকি, সনি দেবনাথ, সেমিনার বিষয়ক সম্পাদক হিমানি ধর হিয়া, সহ সেমিনার বিষয়ক সম্পাদক ফাতেমাতুল ফারাহ মুক্তা, তামিমা তাসনিম ইপ্তি, সারাহ খানম, মৌলি দাস, অ্যাপায়ন সম্পাদক এহসান রিজন, সহ আপ্যায়ন সম্পাদক মো: তৌহিদুল আলম, মো: আজহারুল ইসলাম অন্তর, নাঈম হোসাইন, তোফাজ্জল হোসেন অন্তর, স্বাধীন ইসলাম রবি, তাহসীন আহমেদ মীম, আক্তারুজ্জামান চৌধুরী।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৮