সিলেটে নিজেদের আওতাধীন তৃণমূল পর্যায়ের সকল কমিটি দ্রুত গঠন করতে চায় জেলা স্বেচ্ছাসেবক দল। এ লক্ষ্যে একটি ‘টাইমফ্রেম’ ঠিক করেছে তারা।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের জরুরি সভা অনুষ্ঠিত হয়। এ শাখার যুগ্ম আহ্বায়কদের নিয়ে হয় এ সভা।


সভায় সিদ্ধান্ত হয়, জেলা শাকার অধীনে থাকা ১৩টি উপজেলার সব কয়টি ইউনিয়ন ও ৫টি পৌরসভার সবক’টি ওয়ার্ড কমিটি দ্রুত গঠন করা হবে। এ লক্ষ্যে আগামী ১৫ রমজানের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড শাখায় কর্মী সম্মেলন সম্পন্ন ও তথ্য-উপাত্ত ফরম বিতরণের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ২৫ রমজানের মধ্যে সকল ইউনিয়ন  ওয়ার্ড শাখায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এই কমিটি হবে ৩১ সদস্যবিশিষ্ট।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামালের সভাপতিত্বে ও সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মো. নুরুল হুদা দিপু, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, সৈয়দ সরোয়ার রেজা, কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে