জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এসএমপি পুলিশ লাইন্স মাঠে আন্তঃবিভাগীয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) বিকাল ৩টায় এসএমপি পুলিশ লাইন্স মাঠে এসএমপি সদর বিভাগ ও এসএমপি উত্তর বিভাগের মধ্যে আন্তঃবিভাগীয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। 


প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মু. মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ ও ডিবি) মোহা. সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড ইএন্ডডি) মুহম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ সহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারি পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনচার্জ, আরআই পুলিশ লাইন্স, এসএমপি'র বিভিন্ন পদমর্যাদার অফিসার এবং ফোর্সবৃন্দ। 

খেলায় পুলিশ কমিশনার এসএমপি উত্তর বিভাগের খেলোয়াড় হিসেবে প্রতিনিধিত্ব করেন। খেলায় এসএমপি সদর বিভাগ ২-০ গোলে এসএমপি উত্তর বিভাগকে পরাজিত করে।

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত