সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ বলেছেন- খেলাধুলার দিক দিয়ে দক্ষিণ সুরমার যুবকরা এগিয়ে রয়েছেন। বিভিন্ন স্থানে খেলতে গিয়ে তারা সাফল্য অর্জনের মাধ্যমে এ উপজেলার মাথা উঁচু করে আসেন। দক্ষিণ সুরমার যুবক ও তরুণরা খেলাধুলায় আরও সফলতা বয়ে আনুক এই প্রত্যাশা করি।

তিনি আরও বলেন- লালাবাজার ইউনিয়নে এত সুশৃঙ্খলভাবে ও বড় আসরে ফুটবল টুর্নামেন্ট এই প্রথম। ‘লালাবাজার ইউনিয়ন কাপ যুব ফুটবল টুর্নামেন্ট’র আয়োজনকারীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।


শুক্রবার (১৭ মার্চ) ‘লালাবাজার ইউনিয়ন কাপ যুব ফুটবল টুর্নামেন্ট-২০২৩’র ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু জাহিদ এসব কথা বলেন। শুক্রবার বিকাল ৪টায় ঝমকালো আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

লালাবাজার ইউনিয়নের সবচেয়ে বড় ফুটবল আসরের এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় অগ্রণী যুব সংঘ টেংরা (বিশ্বনাথ) ফুটবল টিম ও আয়াত একাদশ জালালপুর। এর মধ্যে আয়াত একাদশ জালালপুর ট্রাইব্রেকারে অগ্রণী যুব সংঘ টেংরা ফুটবল টিমকে পরাজিত করে। দুই টিমেই দেশি-বিদেশি খ্যাতিমান ফুটবলাররা খেলেন। কয়েক হাজার দর্শককে ৯০ মিনিটের তুমুল উত্তেজনাপূর্ণ খেলা উপহার দেন দুই দলের খেলোয়াড়রা। ফাইনাল জয়ী দলকে একটি ১০০ সিসি মোটরসাইকেল এবং রানার্স আপ দলকে ৮০ সিসি একটি মোটরসাইকেল পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ‘লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবদুল হক আবু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব-উর রহমান, মোগলাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, তেতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. অলিউর রহমান অলি, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মামুন খাঁন, জেলা আওয়ামী লীগ নেতা মো. কফিল উদ্দিন আহমদ চৌধুরী, জাফরাবাদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক মো. আলাউর রহমান, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মুহিত হোসেন, সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ক্লাবের সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমন, আওয়ামী লীগ নেতা মো. আব্দুল মতিন, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা সোলেমান হোসাইন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. আব্দুর নুর, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মো. মকবুল হোসেন চৌধুরী, খাজাকালু পূর্বপাড়া জামে মসজিদের মুতাওয়াল্লি মো. মবশ্বির আহমদ, আওয়ামী লীগ নেতা লায়েক আহমদ জিকু, সাংবাদিক রেজাউল হক ডালিম, শাহ সিকন্দর জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য মো. আমির আলী পেশকার, করসনা জামে মসজিদের মুতায়াল্লি মো. মাখন খান, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী অ্যাডভোকেট মাহবুবুর রহমান, হযরত আবু দৌলত শাহ জাকারিয়া মডেল মাদরাসা কমিটির সভাপতি মাওলানা ফারুক আহমদ, বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মো. লোকমান আহমদ, বিশিষ্ট সমাজসেবী দয়াল উদ্দিন তালুকদার, মো. আলাউদ্দিন, হিরন মিয়া, সৈয়দ মোক্তার হোসেন, সফিক আলী, মো. জাহির আলী, মো. জহির উদ্দিন, আব্দুল হক জগলু, আনছার আহমদ, সিতার মিয়া, আনোয়ারুল ইসলাম, আব্দুস সত্তার লাভলু, মাছুম আহমদ, সুমেল আহমদ, আমিনুর রহমান আলম, মকছুদ আহমদ, মো. সাবের আলী খান মুরাদ, মো. আবুল হাসান বাবুল, নিজাম আহমদ, জুবায়ের আহমদ লিটন, সেলিম আহমদ, নানু মিয়া, সাবেক মেম্বার জিলা মিয়া, সাবেক মেম্বার ফেরদৌস মিয়া, শ্রমিক নেতা আনোয়ার চৌধুরী, আজিজুল হক মামুন ও হিমেল আহমদ চৌধুরী।

টুর্নামেন্টের সার্বিক তত্বাবধানে ছিলেন লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল।

টুর্নামেন্টজুড়ে খেলা পরিচালনা করেন আক্কাস উদ্দিন আক্কাই। সহকারী হিসেবে ছিলেন কাওছার আহমদ ও গিয়াস উদ্দিন।

গত ২৮ ফেব্রুয়ারি ‘লালাবাজার ইউনিয়ন কাপ যুব ফুটবল টুর্নামেন্ট-২০২৩’-এর পর্দা উঠে। লালাবাজার ইউপি কার্যালয় সংলগ্ন মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। 

লালাবাজার ইউনিয়ন যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই দর্শকদের টান টান উত্তেজনাপূর্ণ খেলা উপহার দেন অংশগ্রহণকারী টিমগুলো। এছাড়া প্রতিদিনের খেলার উদ্বোধনী ও ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন টুর্নামেন্টের আয়োজকরা।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম