এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্যে জানানো যাইতেছে যে, আমার মোয়াক্কেল জনাব সৈয়দ আশরাফ আহমদ, পিতা- সৈয়দ মগফুর আহমদ, সাকিন- ২৯ দিশারী, হাওয়াপাড়া, ডাকঘর- সিলেট সদর-৩১০০, থানা- কোতোয়ালী, জেলা-সিলেট, নিম্ন তফসিল বর্ণিত ভূমির মালিক ও দখলকার থাকাবস্থায় জমি বিক্রয়ের ইচ্ছা পোষণ করিলে ১। মোঃ গিয়াস উদ্দিন আহমদ, ২। মুহিব উদ্দিন, উভয় পিতা- মৃত নিমার আলী, সাকিন- রোড নং- ০৩, ব্লক-বি, অনামিকা, শাহী ঈদগাহ, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট, স্থায়ী- বাসা নং- ৭১, সুপাতলা, বিয়ানীবাজার, সিলেট, ৩। মোঃ মুক্তাদির খান, পিতা- মৃত হাজী ফিরোজ খান, সাং অনামিকা এ-৮৬ শাহী ঈদগাহ, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট জায়গা খরিদ করার আগ্রহ প্রকাশ করিলে এবং উভয়পক্ষের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে নগদে আংশিক কিছু টাকা গ্রহণ করিয়া অবশিষ্ট টাকার ০৬ টি চেক প্রদান করেন যাহা আমার মোয়াক্কেলের অপরিশোধিত টাকার পরিমাণ দুইকোটি উনত্রিশ লক্ষ।
এ চেকগুলির টাকা পরিশোধ হইবে বলিয়া সরল বিশ্বাসে আমার মোয়াক্কেল আমমোক্তার বলে রেজিস্ট্রিকৃত ৮৬০৭/২০১৮ ইং তারিখে সাফ কবালা দলিল সম্পাদন করেন। পরবর্তীতে আমার মোয়াক্কেল চেকগুলো ব্যাংকে জমা প্রদান করিলে টাকা নাই বলিয়া চেক ডিজঅনার হয়। আমার মোয়াক্কেল চেকের টাকা উত্তোলন করিতে না পারিয়া উক্ত দলিল গ্রহীতাদের সাথে যোগাযোগ করিলে তাহারা কোন সু-উত্তর না দেওয়াতে আমার মোয়াক্কেল কোন উপায়ান্তর না পাইয়া মাননীয়, অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও আমলী আদালত নং- ০১, সিলেট-এ কোতোয়ালী সি.আর- ২২৭/২০২৩ইং দায়ের করেন।
এমতাবস্থায় উক্ত মামলা বিচারাধীন থাকাবস্থায় এবং উক্ত বিষয় সমাধান না হওয়া পর্যন্ত কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ নিম্ন তফসিল বর্ণিত জায়গা ক্রয় না করার জন্য বিনীত অনুরোধ করা হইল । যদি নিম্ন তফসিল বর্ণিত জায়গা কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ আমার মোয়াকেলের সাথে যোগাযোগ না করিয়া বা নিম্ন তফসিল বর্ণিত ভূমির কাগজাত সঠিক পর্যালোচনা না করিয়া খরিদ করেন তাহলে নিজেরাই দায়ী থাকিবেন। আমার মোয়াক্কেল তাতে কোন ধরনের দায়ভার বহন করিবেন না।
তফসিল
জেলা : সিলেট, উপজেলা : সিলেট সদর, মৌজা : সিলেট মিউনিসিপ্যালিটি, জে এল নং এস, এ-৯১, বি, এস-৭৬ স্থিত, এস.এ ছাপা খতিয়ান নং- ২৬১৩ (দুই হাজার ছয়শত তের), নামজারী খতিয়ান নং- ১৭১২৯ (সতের হাজার একশত উনত্রিশ), বি.এস, খতিয়ান নং- ১৩০০৬ (তের হাজার ছয়), এস, এ, দাগ নং- ১০১৬৭ (দশ হাজার একশত সাতষট্টি), বি,এস- ৮০৬০, ৮০৬১, ৮০৬২ ও ৮০৬৩ (আট হাজার ষাট, আট হাজার একষট্টি, আট হাজার বাষট্টি ও আট হাজার তেষট্টি) নং দাগে মোয়াজী ০.২৫ একর বা পঁচিশ শতক ভূমি ।
বিঃদ্রঃ আইনগত কার্যক্রম গ্রহণ করার জন্য অত্র নোটিশের ছায়ালিপি আমার সেরেস্তায় রক্ষিত রহিল।
নোটিশদাতার পক্ষে
মোঃ সাজ্জাদুর রহমান চৌধুরী এডভোকেট
বার হল নং-২, ৪র্থ তলা, জজ কোর্ট, সিলেট ।
মোবাইল : ০১৭১৫-৫৭১৩০১, ০১৫৩১-৫৯০৭৫১
সিলেটভিউ২৪ডটকম/বিজ্ঞাপন/পিডি