চৈত্রের প্রথম দিন থেকেই বৃষ্টি হচ্ছে সিলেটে। মধ্যখানে গতকাল শনিবার দিনটি ছিল অনেকটা রোদ্রোজ্জ্বল। তবে আজ রোববার ফের বৃষ্টি শুরু হয়েছে।
আজ সকাল থেকে সিলেটের আকাশ ছিল মেঘলা। এরপর নামে বৃষ্টি। দুপুর অবধি থেমে থেমে বৃষ্টি হয়। এতে জনজীবনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
এদিকে, আবহাওয়ার পূর্বাভাস অনুসারে সিলেটে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার জন্য পূর্বাভাসে বলা হয়েছে, সিলেটসহ দেশের সকল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বলেও জানানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে