সংযুক্ত আরব আমিরাতে সততার এক অনন্য নজীর গড়লেন এক প্রবাসী। তিনি ফ্রান্সের নাগরিক। জানা গেছে, রাস্তায় ৩০ হাজার ডলার পেয়েছিলেন ওই প্রবাসী। কিন্তু তিনি এ অর্থ আত্মসাৎ না করে কর্তৃপক্ষের কাছে ফিরেয়ে দেন। এজন্য দুবাই পুলিশ তার সততার ভূয়সী প্রশংসা করেছেন। খবর আরাবিয়ান বিজনেসের।
 

আল কুসাইস থানার ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল সুলতান আবদুল্লাহ আল ওয়াইস সততা ও মূল্যবোধ সমুন্নত রাখার স্বীকৃতিস্বরূপ ফরাসি ওই নাগরিক লুক জিয়াদ মাজদালানিকে সম্মানিত করেছেন।
 


প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি জিয়াদ মাজদালানি রাস্তায় ৩০ হাজার ডলার পাওয়ার পর তা আল কুসাইস থানায় জমা দিয়েছেন। এতে দায়িত্ব ও নাগরিক কর্তব্যের একটি প্রশংসনীয় বোধ প্রদর্শিত হয়েছে।
 

কর্নেল আল ওয়াইস মাজদালানির মহৎ কাজের প্রশংসা করে জোর দিয়ে বলেন, এই স্বীকৃতি পুলিশের বিভিন্ন কাজে জনসাধারণকে উৎসাহিত ও অনুপ্রাণিত করার চলমান প্রচেষ্টার অংশ।
 

এই সম্মাননা অনুষ্ঠান জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে সবার অংশগ্রহণ ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেও জানানো হয়।
 

অনুষ্ঠান চলাকালীন কর্নেল আল ওয়াইস মাজদালানিকে ধন্যবাদ ও প্রশংসার একটি সার্টিফিকেট দেওয়ার পাশাপাশি দুবাই পুলিশের বিশেষ কার্ড ‘এসাদ’ প্রদান করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১২


সূত্র : জাগোনিউজ