রিক্সা শ্রমিকদের মধ্যে রেশন কার্ড ও আর্থিক সহায়তা প্রদানের দাবিতে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বরাবরে স্মারকলিপি পেশ করেছেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং চট্ট-১৬৬৯ এর নেতৃবৃন্দ।
 

রবিবার (১৯ মার্চ) দুপুরে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়।
 


এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সহ সভাপতি আনোয়র হোসেন আনাই, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, সুবিদ বাজার শাখার সহ সভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক এরশাদ  হোসেন, প্রচার সম্পাদক নুরুল হক, সিলেট সিটি কর্পোরেশনের ৩৪ ওয়ার্ড শাখার সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মুসলিম মিয়া, ১০ ওয়ার্ড শাখার সভাপতি খাজা মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, চৌকিদেখী শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মেজরটিলা শাখার সভাপতি মোসাব্বির হোসেন, ২৭ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন, ২৩ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক হাসত আলী খোকন, শ্রমিক নেতা আব্দুজ জব্বার, আনিসুর রহমান খান, ছালাহ উদ্দিন, আবাব হোসেন, কাওছার হোসেন, শহীদ বকস প্রমুখ।
 

স্মারকলিপিতে বলা হয়, সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন ১৯৯৩ইং সনে প্রতিষ্ঠিতার পর থেকে শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। করোনা মহামারী পর সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের রিক্সা শ্রমিকগণ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যার পর থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমিকরা এখন পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। রিক্সা শ্রমিকরা প্রতিদিন যা আয় করেন, তা দিয়ে সংসার পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। এই অবস্থায় দিনমজুর রিক্সা শ্রমিকগণ সিলেটের জেলা প্রশাসকের কাছে রেশন কার্ড সহ আর্থিক সহয়তা প্রদানের অনুরোধ জানিয়েছেন।
 

স্মারকলিপিতে আরো বলা হয়, পবিত্র মাহে রমজান মাস আসন্ন। রিক্সা শ্রমিকদের দুঃখ-কষ্টের কথা বিবেচনা করে জরুরী ভিত্তিতে রেশন কার্ড প্রদান করে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনী খাদ্য সামাগ্রী ক্রয় করার সুযোগ করে দিলে গরীব রিক্সা চালকগণের কষ্ট কিছুটা হলেও দূর হবে।
 

মানবিক দিক বিবেচনা করে গরীব-অসহায় রিক্সা চালকদের কষ্ট দূর করতে রমজান মাস শুরু হওয়ার আগেই আর্থিক সহযোগিতাসহ রেশন কার্ড প্রদানের জোর দাবি জানান নেতৃবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৯