বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিলেটে শিশু ম‍্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
 

শুক্রবার সকাল ৭টায় নগরের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয় শিশু দৌড় প্রতিযোগিতা।
 


এলিট কারতে স্কুলের উদ‍্যোগে বিভিন্ন বয়সের ১৮টি শিক্ষা প্রতিষ্টানেের শতাধিক শিশু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ভোর বেলায় কয়েকশত অভিভাবক, দর্শক ও বয়সভিত্তিক বিভিন্ন রঙের জার্সি পরিহিত শিশুদের পদচারণায় মূখরিত হয় ক্রীড়া কমপ্লেক্স।

জাতীয় সংগীতের মাধ‍্যমে ৫ থেকে ৭ বছর ৫০০মিটার, ৮ থেকে ১০বছর ৭৫০ মিটার, ১০ থেকে ১৩ বছর ১০০০মিটার প্রতিযোগিতা সম্ন্ন হয়।
 

প্রত‍্যেক বিভাগ থেকে চ‍্যাম্পিয়ানকে ১০হাজার টাকা, প্রথম রানারস আপকে ৭ হাজার টাকা, দ্বিতীয় রানারস আপকে ৪ হাজার টাকা করে মোট ১৮জন বিজয়ীকে এলিট কারাতে স্কলারশীপ পুরস্কার প্রদান করা হয়।
 

এ ছাড়া সকল প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীকে মেডেল ও সার্টিফিকেট  প্রদান করা হয়।

পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সিলেট জেলা মহিলা ক্রীড়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী।
 

আয়োজক ও এলিট কারাতে স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আবু ইউসুফ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে শিশুদের জন‍্য বড় পরিসরে ইভেন্ট করার ঘোষণা  করেন।
 

মিম আক্তার মায়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন- সিনিয়র দৌড়বিদ আবু নাছের, আজাদ উদ্দিন, জুবায়ের আহমেদ, লায়েক আহমেদ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৭