সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার জাকারিয়া বলেছেন, সমগ্র মুসলিম বিশ্বে পবিত্র রমজান মাসে ব্যবসায়ীরা অনেক ছাড় দিলেও বাংলাদেশের কিছু সংখ্যক ব্যবসায়ী এই মাসেই অধিক মুনাফা করতে চান, যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
এসময় তিনি পবিত্র রমজান মাসে বাজারে ভোক্তা-বান্ধব পরিবেশ বজায় রাখতে প্রতি বছরের ন্যায় এ বছরও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নিয়মিত অভিযান পরিচালনা এবং সকল ধরণের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করার জন্য নির্দেশনা দেন।
তিনি ব্যবসায়ীদেরকে পবিত্র রমজান মাসে আরও সংযত হয়ে ন্যায্য মূল্যে নিরাপদ পণ্য সরবরাহ করা এবং রমজানে বাজার নিয়ন্ত্রণে সরকারকে সহায়তা করার জন্য আহবান জানান।
আসন্ন পবিত্র রমজান মাসে সিলেটের ভোক্তা-সাধারণকে স্বস্তি দিতে সকল ধরণের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করছেন সিলেটের বিভাগীয় ভারপ্রাপ্ত কমিশনার জাকারিয়া।
রবিবার (১৯ মার্চ) সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২৩ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষে অতিথির বক্তব্য রাখেন- সিলেট রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি তাহমিন আহমদ ও ক্যাব, সিলেট এর সভাপতি জামিল চৌধুরী।
সভাপতির বক্তব্যে উপ-পরিচালক মো. ফখরুল ইসলামের বলেন, তুলনামূলকভাবে সিলেটের ব্যবসায়ীরা সৎ এবং ভোক্তা-বান্ধব হলেও কিছু সংখ্যক ব্যবসায়ী অধিক মুনাফার লোভে নকল-ভেজাল পণ্য বিক্রয়, মজুদদারী ও মূল্য কারসাজির চেষ্টা করে থাকেন যা কোনভাবেই প্রত্যাশিত নয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এসকল অসাধু ব্যবসায়ীদেরকে সচেতন করা এবং তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনার মাধ্যমে সিলেটের ভোক্তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এসময় তিনি পবিত্র রমজান মাসে সিলেট মেট্রোপলিটন এলাকা ও জেলাধীন উপজেলাসমূহে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একাধিক টিম নিয়মিত বাজার তদারকি ও বাজার অভিযান পরিচালনা করবে বলেও জানান।
আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন- বিএসটিআই সহকারী পরিচালক মো: হাবিবুর রহমান, কালীঘাট সিলেট ব্যবসায়ী সমিতি সভাপতি মো : জিয়াউল হক, সাধারণ সম্পাদক মোঃ দিলোয়ার হোসেন, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, সিলেট জেলা সভাপতি ময়নুলহক চৌধুরী, সিলেট ফল ব্যবসায়ী গ্রুপ সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক মো: রাজ্জাক হোসেন, ইট প্রস্তুতকারী মালিক সমিতি সিনিয়র সহ-সভাপতি আব্দুলআহাদ, বাংলাদেশরে স্টুরেন্ট মালিক সমিতি, সিলেট জেলা শাখার সভাপতি খালেদ আহমদ, সিলেট চাইনী জরেস্টু রেন্ট মালিক সমিতি ডিস্ট্রিক ক্যাটারার গ্রুপ সভাপতি শান্তদেব, সিলেট ডেইরি এসোসিয়েশন সাধারণ সম্পাদক মোতা হের হোসেন সোহেল, কনসাস কনজুমার্স সোসাইটি সিলেট জেলা সমন্বয়ক ইমদাদুল হক জীবন, সিলেট সিটি কর্পোরেশন মাংস ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল খালিক, ডা. অনিকরায়, সিলেট মিষ্টান্ন ও খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান কল্যাণ সমিতি ফুলকলি ডিজিএম মো. জসিম উদ্দিন, শাবিপ্রবির শিক্ষার্থী আনিকা তাহসিন নিধি প্রমূখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩২