আগামী ২২ মার্চ মৌলভীবাজার জেলায় ১ হাজার ৪টি গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হবে। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।
এছাড়া ওইদিন জেলার রাজনগর উপজেলায় ১৪৭ জনকে ঘর প্রদানের মাধ্যমে রাজনগর উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হবে।
সোমবার বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।
জেলা প্রশাসক আরও জানান, ইতিমধ্যে ২০২০ সালের তালিকানুযায়ী মৌলভীবাজার জেলার ৪ হাজার ৬১১ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে প্রথম পর্যায়ে ১১২৬টি, দ্বিতীয় পর্যায়ে ১১৫১টি গৃহ হস্তান্তর করা হয়েছে। তৃতীয় পর্যায়ে নির্মিত ৭৭৯টির মধ্যে ৬৫৫টি গৃহ পূর্বে হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট ১২৪ টি গৃহ ২২ মার্চ হস্তান্তর করা হবে।
এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফ উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, ইমজা সভাপতি তমাল ফেরদৌসসহ প্রশাসনের কর্মকর্তা এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের সাংবাদিকবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/তমাল/এসডি-১৭