জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ শিক্ষাবর্ষের অনার্স তৃতীয় বর্ষ (২০১৩-১৪ শিক্ষাবর্ষ হতে কার্যকর সিলেবাস অনুযায়ী) শিক্ষার্থীদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
রোববার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ শিক্ষাবর্ষের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা আগামী ৩ এপ্রিল থেকে শুরু হবে। পরীক্ষা শুরু হবে প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে। শেষ হবে ৩১ এপ্রিল।
১. পরীক্ষার্থীদের প্রবেশপত্র ০২ (দুই) কপি বিবরণী www.nu.ac.bd/admit a www.nubd.info/college ওয়েবসাইট থেকে কলেজের পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে ডাউনলোড করে প্রিন্ট কপি অধ্যক্ষের স্বাক্ষর করবেন এবং প্রবেশপত্র পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের ব্যবস্থা করবেন।
২. পরীক্ষার্থীদের বিবরণী ০১ (এক) কপি নিজ কলেজে সংরক্ষণ করে কলেজ কর্তৃপক্ষ আসন বিন্যাসের জন্য আরেক এক কপি বিবরণী ফি ও কেন্দ্র ফি বাবদ আদায়কৃত অর্থের টাকা পরীক্ষা শুরুর তিন দিন পূর্বে সংশ্লিষ্ট কেন্দ্রের কাছে জমা দেবেন।
৩. ২০২১ সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার থেকে ডাউন করে অনলাইনের মাধ্যমে প্রেরণ করতে হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-১১