কথাকলি সিলেটের চার দশক পূর্তি উপলক্ষ্যে ছয় দিনব্যাপী বরাক-সুরমা নাট্যোৎসব-২০২৩ এর পঞ্চম দিনে মঞ্চস্থ হয়েছে ভারতের আসামের পয়লাপুলের রেস থিয়েটারের নাটক ‘এই অরণ্যে’ ও শিলচরের নাট্যদল আজকের প্রজন্ম থিয়েটারের নাটক ‘চাইছি তোমার বন্ধুতা’।
সোমবার সন্ধ্যা সোয়া ৭টা থেকে রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামের মঞ্চে রেস থিয়েটার ও আজকের প্রজন্ম থিয়েটার পরপর নাটক দুটির মঞ্চায়ন করে। ‘এই অরণ্যে’ নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন ইন্দ্রনীল দে আর তারই রচনায় ‘চাইছি তোমার বন্ধুতা’ নাটকের নির্দেশনা দিয়েছেন সায়ন বিশ্বাস।
‘এই অরণ্যে’ নাটকটির সম্পর্কে সংশ্লিষ্টরা জানান, গভীর দুর্যোগের রাতে সীমান্তে শোনা যায় তুমুল গুলির শব্দ। আর ওই বৃষ্টি ভেজা রাতেই কাঁটাতার দুপায়ে মাড়িয়ে ছুটে চলেছে দুই আগন্তুক। কিন্তু ওরা তো একা নয়! পাহাড়ের বানভাসি জলে ভেসে দুই সীমান্তরক্ষীও পথ হারিয়ে ঘুরে বেড়াচ্ছে এই অরণ্যেই। তারপর এক ভাঙা পরিত্যক্ত দেউলে এরা সবাই যখন মুখোমুখি, তখন দর্শকও মুখোমুখি কিছু প্রশ্নের। কাঁটাতার বড়, নাকি ভালবাসা? ধর্ম বড় না মানবতা? রাষ্ট্র বড়, না মানুষ? প্রশ্নগুলোর উত্তর দিতে নয়, বরং প্রশ্নগুলোকে আরও ভাল করে উসকে দিতেই রেস থিয়েটারের নাটক ‘এই অরণ্যে’।
আর ‘চাইছি তোমার বন্ধুতা’ নাটকটির সম্পর্কে সংশ্লিষ্টরা জানান, মধু, যার ফেসবুক নাম লাইকার প্রিন্স মেন্ডি। কিন্তু খাসা নাম রাখলেই বা কী হবে! মধুর প্রোফাইল ছবিতে লাইক পড়ে না সাড়ে তিনটা। অথচ তার মন উড়ে যায় কিউটি পাই শালুর কাছে, যার হাজার হাজার ফলোয়ার। তবে তিন লাইকওয়ালা প্রোফাইল ছবি নিয়ে শালুকে কী করেই বা প্রেমের প্রস্তাব দেবে মধু! তাই ওর চাই হাজার খানেক লাইক, আর কয়েকশ কমেন্ট। ফলত মধু লাইক-কমেন্ট খুঁজতে বেরোয়। রাস্তায় কে বা কারা তাকে পেয়ে হাজারখানেক লাইক-কমেন্ট দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু রেখে দেয় একটি শর্ত। কী সেই শর্ত? মধুকে ভার্চুয়াল নয়, একটা সত্যিকারের বন্ধু এনে দেখাতে হবে। সেই শর্ত পুরণ করে মধুর কপালে কি জোটে অ্যাঞ্জেল শালু? এসব নানা প্রশ্ন নিয়েই নাটক ‘চাইছি তোমার বন্ধুতা’।
এদিকে, আজ মঙ্গলবার (২১ মার্চ) বরাক-সুরমা নাট্যোৎসবের শেষদিন শিলচরের নাট্যদল গণসুর তাদের ‘নাথবতী অনাথবৎ’ নাটকটি মঞ্চায়িত করবে। শাঁওলী মিত্রের রচনায় নাটকটির নির্দেশনায় থাকবেন সুব্রত রায়।
উল্লেখ্য, ভারতের বরাক নদী অববাহিকা, আসামের শিলচর ও সুরমা নদী অববাহিকা সিলেটের নাট্যদলের অংশগ্রহণে এই উৎসবের সহযোগিতায় রয়েছে ভারতীয় হাইকমিশন, ঢাকা ও সিলেট সিটি করপোরেশন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-১৪